telephone company - Latest News on telephone company| Breaking News in Bengali on 24ghanta.com
টুজিতে দর উঠল ৯ হাজার ২০০ কোটি টাকা

টুজিতে দর উঠল ৯ হাজার ২০০ কোটি টাকা

Last Updated: Monday, November 12, 2012, 23:08

স্পেকট্রামের নিলামে ৯২ হাজার কোটি টাকা দর পেল সরকার। তবে স্পেকট্রামের নিলামের শুরুতেই ধাক্কা খায় কেন্দ্রীয় সরকার। ন্যূনতম দর বেশি হওয়ার কারণে বৃহদাংশ এই নিলামে অনুপস্থিত ছিল। দিল্লি, মুম্বই, কলকাতা, রাজস্থান, এবং কর্ণাটকের কোনও সংস্থাই নিলামে অংশ নেয়নি। মূলত গুজরাট, উত্তর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে এই নিলাম। সকাল ন`টা থেকে দেশের ২২টি অঞ্চলে নিলাম শুরু হয়। চলে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত।