Last Updated: Monday, March 24, 2014, 10:35
মুম্বইয়ের শক্তিমিলে চিত্র সাংবাদিককে গণধর্ষণকাণ্ডে আজ দোষীদের সাজা ঘোষণা হতে চলেছে। গত শুক্রবার মুম্বইয়ের শক্তিমিলে টেলিফোন অপরেটার কর্মীর গণধর্ষণ কাণ্ডে দোষী চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল সেশন আদালত।