test player - Latest News on test player| Breaking News in Bengali on 24ghanta.com
ধোনি- লক্ষ্মণ দৈরথ তুঙ্গে

ধোনি- লক্ষ্মণ দৈরথ তুঙ্গে

Last Updated: Wednesday, August 22, 2012, 21:47

ধোনি ও লক্ষ্মণের সম্পর্কের তিক্ততা  নিয়ে জল্পনা ছিল বহুদিন ধরেই। তারই বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার। সদ্য অবসর নেওয়া লক্ষ্মণ তাঁর নিজের বাড়িতে ভারতীয় দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই নৈশভোজে আমন্ত্রিতদের তালিকা থেকে সচেতনভাবে বাদ দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভিভিএস লক্ষ্মণ অবসর নেওয়ার পর চরম অস্বস্তিতে পড়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই অস্বস্তি রয়ে গিয়েছে ভারতীয় দলের মধ্যেও।