Last Updated: Wednesday, March 28, 2012, 14:01
জাতীয় পুরস্কার পাওয়ার পর এই প্রথম কলকাতায় মিডিয়াকে সময় দিলেন বিদ্যা বালন। মুঠোয় মোবাইল ধরে প্রায় ৫ ঘণ্টা প্রতীক্ষার পর টানা ১৮ মিনিট সময় দিলেন বিদ্যা। বিদ্যা বাগচি ওরফে বিদ্যা বালানের সঙ্গে ফোনালাপে খোলামেলা আলোচনায় ২৪ ঘণ্টার প্রতিনিধি শর্মিলা মাইতি।