Last Updated: Tuesday, February 25, 2014, 23:04
ভারতের বিশ্বকাপের `দে ঘুমাকে`র জবাব দিল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের `বল গড়াইয়া`। এবারের আসন্ন টি ২০ বিশ্বকাপে ক্রিকেটের থিম সং হল `চার ছক্কা হইহই, বল গড়াইয়ে গেল কই’। রেফায়াত আহমেদ ও অনম বিশ্বাসের কথায় গানটিতে সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কৌশিক।