Last Updated: Thursday, May 1, 2014, 23:15
তৃতীয় দফার নির্বাচনে ছিল না পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর হলেও শুধু বীরভুমেই বহু বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারেনি কমিশন।গতকাল সারাদিন এমনই অভিযোগ ছিল ভোটারদের মুখে। কমিশনের হিসেবও অভিযোগের সত্যতা প্রমাণ করছে। অবস্থা সামাল দিতে রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে আরও প্রায় ৩৬ কোম্পানি এবং পঞ্চম দফার নির্বাচনে আরও প্রায় ২০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।