titanic sinking - Latest News on titanic sinking| Breaking News in Bengali on 24ghanta.com
মদ্যপ ক্যাপ্টেনের ভুলেই ডুবেছিল `টাইটানিক`?

মদ্যপ ক্যাপ্টেনের ভুলেই ডুবেছিল `টাইটানিক`?

Last Updated: Saturday, March 10, 2012, 15:20

ইতিহাস বলছে, অ্যাটলান্টিক মহাসাগরের হিমশৈলে ধাক্কা লাগার পর নৈশভোজের পার্টি থেকে নিজের কেবিনে এসে জাহাজের সঙ্গেই ডুবে যাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন `টাইটানিক`-এর ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ। কিন্তু বিলাসবহুল জাহাজ থেকে উদ্ধার হওয়া মহিলা যাত্রী এমিলি রিচার্ডস-এর একটি চিঠিতে পাওয়া তথ্যে বদলে যেতে পারে `টাইটানিক`-এর ডুবে যাওয়ার ইতিহাস।