Last Updated: Friday, July 5, 2013, 21:16
শ্রীলেখা দাস। পেশায় চিকিত্সক। রামপুরহাট মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পদে যোগ দিয়েছিলেন। আর এক অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডল তৃণমূল কংগ্রেসের রামপুরহাট মহকুমা কমিটির সম্পাদক। সুদীপ্ত মণ্ডলের অশালীন প্রস্তাবে রাজি হননি শ্রীলেখা। সেকারণে হেনস্থা এবং হামলার শিকার হলেন তিনি।
গত ডিসেম্বরে রামপুরহাট মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে যোগ দেন শ্রীলেখা দাস। অভিযোগ তারপর থেকেই হাসপাতালের অন্য অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডল ক্রগামত অশালীন প্রস্তাব দিতে শুরু করেন তাঁকে। প্রস্তাবে সায় না দেওয়ায় শুরু হয় হেনস্থা, হামলা।