Last Updated: Wednesday, August 28, 2013, 18:46
অ্যাসেজ সিরিজ জয়ের আনন্দে ওভালের পিচে প্রসাব করার ঘটনায় ক্ষমা চেয়ে নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। পুরো ঘটনার জন্য ইংল্যান্ড ক্রিকেটারদের পক্ষে ইসিবির বিবৃতিতে বলা হয়,‘সারে সিসিসি, ওভাল বা ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে অসম্মান করার মানসিকতা নিয়ে আমরা অ্যাসেজ জয়ের পর উদ্যাপন করিনি। আমাদের প্রতিপক্ষ ও ভেন্যুসহ ক্রিকেটের প্রত্যেকটি বিষয়কে আমরা সম্মান করি। এটাই আমাদের গর্বের বিষয়। এরকম একটি উঁচুমানের সিরিজ জিততে পেরে বাধনহারা হয়ে গিয়েছিলাম। আমরা মেনে নিচ্ছি, যে আচরণ করেছি তা যথার্থ নয়।’