train dacoity - Latest News on train dacoity| Breaking News in Bengali on 24ghanta.com
ট্রেনে ডাকাতি, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

ট্রেনে ডাকাতি, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Last Updated: Monday, November 5, 2012, 09:58

শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনে দুষ্কৃতী হানার ঘটনা ঘটল। গতকাল রাত ১০.৩০ নাগাদ যাদবপুর স্টেশন থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে উঠে পড়ে ৪-৫জনের একটি দুষ্কৃতী দল। দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। এক যাত্রীর থেকে দুটো আংটি, হাত ঘড়ি, এবং মোবাইল ফোন লুঠ করে দুষ্কৃতীরা বালিগঞ্জ স্টেশনে নেমে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।