train disturbance - Latest News on train disturbance| Breaking News in Bengali on 24ghanta.com
রণক্ষেত্র টিকিয়াপাড়া, হাওড়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত

রণক্ষেত্র টিকিয়াপাড়া, হাওড়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত

Last Updated: Monday, May 27, 2013, 22:23

ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনার জেরে তুমুল যাত্রীবিক্ষোভ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায়। আজ সন্ধে সাতটা নাগাদ রেললাইন পার হওয়ার সময় টিকিয়াপাড়া কাঠপুলের কাছে ট্রেনের ধাক্কায় আহত হন স্থানীয় এক মহিলা। দীর্ঘসময় আহত অবস্থায় সেখানেই পড়েছিলেন তিনি। পরে তাঁর মৃত্যু হয। এরপরেই এলাকার বাসিন্দারা লাইনে নেমে ট্রেন চলাচল আটকে দেন। ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়েন তাঁরা।