Last Updated: Tuesday, May 15, 2012, 12:45
গত ১৩ এপ্রিল বাঁকুড়ার বড়জোড়ায় ট্রান্স দামোদর কয়লাখনির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খনি তৈরির সময় সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল, বড়জোড়া ব্লকের জমাদারগ্রাম, কৃষ্ণনগর, পাহাড়পুর সহ মোট ১২টি গ্রামের ৬৯৪ একর জমি অধিগ্রহণ করবে কয়লা উত্তোলনকারী সংস্থা।