Last Updated: Monday, December 2, 2013, 23:51
রাজারহাটে নতুন ট্রান্সমিশন সেন্টারের জন্য রাজ্য সরকারকে দ্রুত জমি সমস্যা মেটানোর আর্জি জানাল পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া। এর আগেও জমি জটে আটকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে ট্রান্সমিটারের প্রকল্প গুটিয়ে নিতে বাধ্য হয় ওই সংস্থাটি। এবারে তাই রাজারহাটের প্রকল্পটি বাস্তবায়িত করতে সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন জানান সংস্থার ডিরেক্টর আরপি শাসমল।