Last Updated: Thursday, November 22, 2012, 09:12
ধর্মঘট না করার ব্যাপারে মুচলেকা দেওয়া নিয়ে পরিবহণমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন পরিবহণ মালিকরা। তাঁদের দাবি, মন্ত্রীর এই মন্তব্য সংবিধান বর্ণিত গনতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে। ধর্মঘটে অংশ নেওয়া যাবে না, এই মর্মে মুচলেকা দিলে তবেই মিলবে বাস, ট্যাক্সি ও অটোর নতুন পারমিট। বুধবার মহাকরণে এমনটাই জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পুরনো পারমিট নবীকরণের ক্ষেত্রেও এই একই শর্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।