trial on 2g - Latest News on trial on 2g| Breaking News in Bengali on 24ghanta.com
টুজি কাণ্ডের বিচার শুরু সিবিআই আদালতে

টুজি কাণ্ডের বিচার শুরু সিবিআই আদালতে

Last Updated: Friday, November 11, 2011, 12:31

শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে শুরু হল টুজি কাণ্ডের বিচার। প্রাক্তন টেলিকমমন্ত্রী আন্দিমুথু রাজা, কানিমোড়ির পাশাপাশি টেলিকম এবং কর্পোরেট দুনিয়ার বেশ কয়েকজন প্রভাবশালী মানুষের বিচার হবে ওই মামলায়।