tufangaunj - Latest News on tufangaunj| Breaking News in Bengali on 24ghanta.com
দাবি না মানায় বাম কাউন্সিলারদের ঘেরাও তৃণমূলের

দাবি না মানায় বাম কাউন্সিলারদের ঘেরাও তৃণমূলের

Last Updated: Sunday, February 24, 2013, 14:06

অস্থায়ী কর্মী নিয়োগের দাবি না মানায় পুর চেয়ারম্যান ও বাম কাউন্সিলারদের ঘেরাও করে রাখল তৃণমূল সমর্থকেরা । কোচবিহারের তুফানগঞ্জ পুরসভার বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মী নিয়োগের দাবি জানানো হয়। দাবি না মানায় শুরু হয় ঘেরাও। ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক। তৃণমূল সমর্থকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও থাকার মুক্ত হন চেয়ারম্যান ও বাম কাউন্সিলারেরা।