tv industry - Latest News on tv industry| Breaking News in Bengali on 24ghanta.com
দেশে সঙ্কটে টিভি শিল্প

দেশে সঙ্কটে টিভি শিল্প

Last Updated: Friday, April 13, 2012, 15:19

২৪ ঘণ্টার সংবাদই হোক বা নিছক মনোরঞ্জন। টেলিভিশন আজ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু তা সত্ত্বেও এদেশের টেলিভিশন শিল্প এখন সঙ্কটের মুখে। এখনও পর্যন্ত ভারতে ৮০০টি চ্যানেলকে লাইসেন্স দিয়েছে সরকার। তার মধ্যে ৬০০টি চ্যানেল নিয়মিত দর্শকের মনোরঞ্জন করে।