twaker jatono nei - Latest News on twaker jatono nei| Breaking News in Bengali on 24ghanta.com
জুড়ি নেই জলে

জুড়ি নেই জলে

Last Updated: Tuesday, April 23, 2013, 15:28

বসন্তকে পাশ কাটিয়ে মহাকলেবরে গ্রীষ্ম এখন জাগ্রত ঘরে। সঙ্গে দিনের বেলা তীব্র রোদের চোখ রাঙানি। বিকেল হতেই দমবন্ধ করা গরম। প্যাচপ্যাচে ঘাম। গাছের পাতা নট নড়ন চড়ন। মাঝে মাঝে কালবৈশাখী আর বৃষ্টি ক্ষণিকের স্বস্তি দিলেও সব মিলিয়ে দহন জ্বালায় হাঁসফাঁস করতে থাকা জীবন। গরম কাল মানেই ত্বকের ১৪টা বাজিয়ে দেওয়ার সবকটা অস্ত্র প্রকৃতির হাতে মজুত। ব্যস্ত জীবনে বাড়িতে বসে ত্বক বাঁচানোর উপায় নেই। হাতে নেই রূপ চর্চার জন্য প্রচুর সময়। কিন্তু যুদ্ধটা অসম হলেও এর মধ্যেই ত্বকের যত্ন যে নিতেই হবে। গরম কালে চটজলদি উপায় ত্বক বাঁচাবার কিছু টিপস রইল আপনাদের জন্য।