twitter android - Latest News on twitter android| Breaking News in Bengali on 24ghanta.com
অবাঞ্ছিত টুইট রুখতে টুইটার নিয়ে এল মিউট বোতাম

অবাঞ্ছিত টুইট রুখতে টুইটার নিয়ে এল মিউট বোতাম

Last Updated: Tuesday, May 13, 2014, 13:20

এবারে মিউট বোতামের সাহায্যে অবাঞ্ছিত টুইট বন্ধ করতে পারবেন ইউজাররা। সোমবার এই মিউট বোতাম নিয়ে এল টুইটার। টুইটার ম্যানেজার পল রোসানিয়া ব্লগ পোস্টে লিখেছেন, এবার থেকে যেইসব ইউজারদের থেকে টুইট চান না, তাদেরকে মিউট করতে পারবেন। মিউটেড ইউজাররা জানতে পারবেন না তাদেরকে মিউট করা হয়েছে। অন্যদিকে, আপনার ইচ্ছামতো আনমিউটও করতে পারবেন তাদের।