two held - Latest News on two held| Breaking News in Bengali on 24ghanta.com
বারাসতের পর লজ্জা এ বার বীজপুরে, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

বারাসতের পর লজ্জা এ বার বীজপুরে, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

Last Updated: Wednesday, September 5, 2012, 17:18

বারাসত কাণ্ডের ছায়া এবার বীজপুরে। মদ্যপানের প্রতিবাদ করায় ব্লেড দিয়ে আঘাত করা হল এক মহিলাকে। বীজপুরের পাল্লাদহ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মনিরা বিবি নামে এক মহিলাকে আক্রমণ করে প্রতিবেশী ৪ যুবক। অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিস। অন্য দুই অভিযুক্ত পলাতক।