uchhed pratirodg com - Latest News on uchhed pratirodg com| Breaking News in Bengali on 24ghanta.com
নোনাডাঙায় আন্দোলন ভাঙার অভিযোগ পুরমন্ত্রীর বিরুদ্ধে

নোনাডাঙায় আন্দোলন ভাঙার অভিযোগ পুরমন্ত্রীর বিরুদ্ধে

Last Updated: Saturday, December 22, 2012, 20:14

নোনাডাঙায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনকে ঘিরে রাজ্যসরকারের সঙ্গে একাধিকবার সরাসরি বিরোধে জড়িয়ে পড়েছেন আন্দোলোনকারীরা। তাঁরা বেশ কয়েকবার অভিযোগ করেছেন অপ্রত্যক্ষ ভাবে সরকারের পক্ষ থেকে আন্দোলন ভাঙার চেষ্টা হয়েছে। এবার আন্দোলনকারীদের একাংশকে ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করে সরাসরি আন্দোলন ভাঙতে নেমে পড়ল রাজ্য সরকার। আন্দোলনে সামিল একাধিক সংগঠনের অভিযোগ তেমনটাই। শনিবার নোনাডাঙায় গিয়ে আন্দোলনকারী ৭৮টি পরিবারকে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এতেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ভাঙার চেষ্টার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।