Last Updated: Thursday, September 6, 2012, 17:26
দিগ্বিজয় সিং-ঠাকরে পরিবারের `দ্বৈরথে` এবার মঞ্চে অবতীর্ণ হলেন শিবসেনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে। কিছুদিন আগে ঠাকরে পরিবার আসলে বিহার থেকেই
মহারাষ্ট্রে এসেছেন বলে মন্তব্য করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মন্তব্যের সপক্ষে `প্রমাণ`ও পেশ করেন। বুধবার দিগ্বিজয়ের এই মন্তব্যের তীব্র
বিরোধিতা করেন উদ্ধব। বলেন মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের উদ্ভবের সম্পূর্ণ অপব্যাখ্যা করেছেন এই কংগ্রেস নেতা।