Last Updated: Thursday, April 12, 2012, 21:25
কৈলাস, মানস সরোবর যাত্রায় যাত্রী নির্বাচনে এবার অভিনব পদক্ষেপ করল বিদেশমন্ত্রক। এ বছর এই তীর্থ যাত্রার জন্য যাত্রী নির্বাচন করা হল লটারির মাধ্যমে। বৃহস্পতিবার কম্পিউটারের মাধ্যমে লটারি মারফত্ যাত্রী নির্বাচন করে বিদেশমন্ত্রক।