Last Updated: Friday, October 18, 2013, 15:24
কেল্লার নীচে রয়েছে রাশি রাশি সোনা। সাধুবাক্য মেনে গুপ্তধনের সন্ধানে খোঁড়াখুঁড়ি শুরু করে দিল এএসআই। দুর্গরহস্য ঘিরে উত্তরপ্রদেশের উন্নাও এখন সরগরম। দৌণ্ডিয়া খেরা গ্রামে তাই সারাদিন ধরে ভিড় লেগেই রয়েছে। জীর্ণ কেল্লার নীচে মাটি থেকে আদৌ সোনা ওঠে কিনা, সবাই এখন তারই অপেক্ষায়।