Last Updated: Sunday, October 2, 2011, 20:52
মার্কিন যুক্তরাষ্ট্রের বেহাল অর্থনীতির মার প্রতিদিনই আছড়ে পড়ছে সাধারণ মানুষের উপরে। বহু মানুষ গৃহহীন, খাবার জুটছে না
অনেকের। তার উপরে পাহাড়প্রমাণ ঋণের বোঝা। বেকারির হার অস্বাভাবিক. ক্রেডিট রেটিংয়ে পতন আর বিরোধীদের চাপের মুখে
একাধিক প্রস্তাবিত নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ওবামা।