Last Updated: Thursday, January 2, 2014, 13:28
সুচিত্রা সেনের অবস্থা আবার সঙ্কটজনক। জানিয়েছেন চিকিত্সকেরা। গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। বেড়ে যায় হৃদস্পনও। রক্তে শর্করার মাত্রাও বেড়ে গিয়েছিল। নার্সিংহোমে ছুটে আসেন চিকিত্সকেরা। ভোরের দিকে উদ্বেগ সামান্য কাটে।