Last Updated: Thursday, October 27, 2011, 16:00
লোকপাল বিলের নয়া খসড়ায় ক্ষুব্ধ আন্না হাজারে সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে নতুন উদ্যমে কংগ্রেস বিরোধী প্রচার শুরু করেছেন। বিরোধী এনডিএ এবং বামেরাও সমর্থন জানিয়েছেন তাঁকে। নানা ইস্যুতে উল্টো সুরে গাইছে তৃণমূল কংগ্রেস, ডিএমকে'র মতো শরিক দলগুলি। এই পরিস্থিতিতে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে একলা লড়ার ঝুঁকি নেওয়ার ভরসা পেল না কংগ্রেস হাইকম্যান্ড।