Last Updated: Tuesday, April 15, 2014, 14:43
আমার শরীর। আমার ইচ্ছা। আমি পোশাক পরব, কি না পরব সেটা আমার ব্যাপার। সত্যি বলতে নগ্ন থাকতেই আমি বেশি স্বচ্ছন্দবোধ করি। কিন্তু নগ্ন হয়তো আর ঘরের বাইরে প্রকাশ্যে বের হওয়া যায় না। নিয়ম বলে শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এমনটাই আফশোস ইউরোপের বেশ কিছু সংগঠনের সঙ্গে জড়িতদের।