Last Updated: Tuesday, December 17, 2013, 23:31
চলতি বছরের অগস্টেই অ্যাসেজ ট্রফি জিতে ঐতিহ্যের ওভালের পিচে গণ-প্রস্রাব করে উত্সব পালন করে ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তা নিয়ে বিতর্কের ঝড় বয়েছিল। বছর শেষ না হতেই অ্যাসেজ হারাল ইংল্যান্ড। মাইকেল ক্লার্করা কিন্তু আলিস্টার কুকদের শিক্ষা দিতে ওই পথ মারালেন না। তবে বিয়ার ড্যান্সে মাতলেন ওয়াটসন, ওয়ার্নাররা।