us open 2012 - Latest News on us open 2012| Breaking News in Bengali on 24ghanta.com
ইউ এস ওপেন ডাবলস ফাইনালে লিয়েন্ডার-স্টেপনেক জুটি

ইউ এস ওপেন ডাবলস ফাইনালে লিয়েন্ডার-স্টেপনেক জুটি

Last Updated: Friday, September 7, 2012, 15:26

চেক সঙ্গী রাদেক স্টেপানেককে সঙ্গে করে ইউ এস ওপেনের ডাবলসের ফাইনালে উঠলেন লিয়েন্ডার পেজ। সেমিফাইনালের প্রথম সেট ৬-৬ থাকাকালীনই ম্যাচ থেকে সরে দাঁড়ান লিয়েন্ডারদের প্রতিপক্ষ জুটি মার্ক লোপেজ আর গ্র্যানোলার্স। মার্ক লোপেজের চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এই স্প্যানিশ জুটি। এবার ফাইনালে ব্রায়ান ভাইদের মুখোমুখি হতে চলেছেন পঞ্চম বাছাই ইন্দো-চেক জুটি।