Last Updated: Wednesday, March 7, 2012, 13:48
`বর্তমান` নয়, `ভবিষ্যত`-এর নেতাকেই লখনউয়ের কুরসিতে চাইল সমাজবাদী পার্টির নেতৃত্ব! বুধবার সমাজবাদী পার্টির সংসদীয় বোর্ডের বৈঠকে দলের অধিকাংশ নেতাই উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দলের রাজ্য সভাপতি অখিলেশ যাদবের নাম প্রস্তাব করেন।