Last Updated: Saturday, March 10, 2012, 10:32
নিজের ভাই শিবপাল সিং যাদব, দীর্ঘ দিনের অনুগামী আজম খানের মতো প্রবীণদের একাংশ চেয়েছিলেন মায়াবতীর ৪ বারের মুখ্যমন্ত্রিত্বের নজির ছোঁয়ার জন্য ফের একবার লখনউয়ের কুর্সিতে বসুন `নেতাজি`। আবার তুতো ভাই রামগোপাল যাদবের নেতৃত্বে দলের সংখ্যাগরিষ্ঠ অংশের মত ছিল, রাজ্যের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হয়ে বহেনজি`র রেকর্ড ভাঙুন অখিলেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় প্রস্তাবেই সায় দিলেন সমাজবাদী সুপ্রিমো মুলায়ম সিং যাদব।