Last Updated: Monday, March 11, 2013, 21:49
পুলিসি জেরার মুখে পড়ে ঘাবড়ে গেলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দর সিং। তিন ঘণ্টা ধরে চলা জেরার মুখে বিজেন্দর মোটেই স্বচ্ছন্দে ছিলেন না বলে জানান এক পুলিস কর্মী। ড্রাগ-পাচার বিতর্কে অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করল পঞ্জাব পুলিস। সোমবার তদন্তকারী দলের দুই সদস্য জিজ্ঞাসাবাদ করে ভারতের চ্যাম্পিয়ন এই বক্সারকে। ড্রাগ পাচার বিতর্কে মূল অভিযুক্ত অনুপ সিংয়ের সঙ্গে বিজেন্দরের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় তাঁকে। বিজেন্দ্রর সতীর্থ বক্সার রাম সিং পুলিসি জেরায় জানিয়েছেন তাঁরা দুজন অ্যাডভেঞ্চার করার জন্য ড্রাগ নিয়েছিলেন। সে ব্যাপারেও প্রশ্নের মুখে পড়েন অলিম্পিক পদকজয়ী এই বক্সার। এদিকে ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র কুমার জানিয়েছেন,ড্রাগ পাচার বিতর্কে দোষী প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হতে পারে বিজেন্দর সিংকে।