Last Updated: Thursday, July 19, 2012, 12:27
প্রয়াত সুপারস্টার রাজেশ খান্নার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হল মুম্বইয়ে। বেলা ১১টা নাগাদ বান্দ্রায় তাঁর বাড়ি `আশীর্বাদ` বাড়ি থেকে টিনসেল টাউনের সর্বজনপ্রিয় `কাকা`র দেহ নিয়ে যাওয়া হয় ভিলে পার্লের পরমহংস শ্মশানে। সেখানেই হয় শেষকৃত্য অনুষ্ঠান।