Last Updated: Monday, September 10, 2012, 20:02
বেশ কয়েকদিন ধরেই পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। গতকাল থেকেই মহিলা ও শিশু সহ প্রায় হাজার জন গ্রামবাসী জড়ো হয়েছিল নির্মীয়মাণ কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের সামনে। পরমাণু বিদ্যুতকেন্দ্র বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠল তামিলনাড়ুর কুড়ানকুলাম। পুলিস-জনতা খণ্ডযুদ্ধের জেরে নিমেষে রণক্ষেত্রের চেহারা নিল পরমাণু কেন্দ্র লাগোয়া সমুদ্রতট।