Last Updated: Sunday, October 20, 2013, 12:18
টাইটানিক ডোবার সময় বাজানো হচ্ছিল এই ভায়োলিনটা। টাইটানিক জাহাজ থেকে উদ্ধার করা সেই বিরল ভায়োলিন শনিবার লন্ডনে ৯ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হল। ভারতীয় মুদ্রায় সেই ভায়োলিন বিক্রি হল ৯ কোটি টাকায়। টাইটানিক ডুবে যাবার সময়ে যে ভায়োলিনগুলো বাজানো হয়েছিল এটি সেগুলোর মধ্যেই একটি।