Last Updated: Sunday, October 28, 2012, 19:55
গতবছর দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। সেই হারের প্রতিশোধ এবার ঘরের মাঠে নিতে চায় ভারতীয় দল। ইতিমধ্যেই ভারতের মাটিতে ঘূর্ণি পিচের জন্য সওয়াল করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁকে সমর্থন করেছেন সতীর্থ বিরাট কোহলিও। নির্বাচকরাও ইংল্যান্ডের সঙ্গে মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলে কোনও স্পিনার রাখেননি। ইংল্যান্ডকে স্পিন খেলার সুযোগ না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা।