Last Updated: Tuesday, January 1, 2013, 20:14
বিতর্কিত ডার্বি ম্যাচের পর মোহনবাগান কর্তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সেই ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানকে। মোহনবাগান কর্তাদের দাবি ছিল বিষ্ণু চৌহান ওডাফাকে লালকার্ড দেখানোর পর থেকেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। কিন্তু তথ্য বলছে,এবারের আই লিগে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন ডার্বি ম্যাচের রেফারি বিষ্ণু চৌহানই।