ward boy - Latest News on ward boy| Breaking News in Bengali on 24ghanta.com
এনআরএসে শ্লীলতাহানি: গ্রেফতার ওয়ার্ড বয়

এনআরএসে শ্লীলতাহানি: গ্রেফতার ওয়ার্ড বয়

Last Updated: Tuesday, March 5, 2013, 16:15

নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগিণীর শ্লীলতাহানির ঘটনায় হাসপাতালের ওয়ার্ডবয়কে গ্রেফতার করল এন্টালি থানার পুলিস। ধৃত ওয়ার্ডবয়ের নাম রবি প্রামাণিক। আজ সকালে তাকে আটক করা হয়। এরপর নিগৃহীতা রোগিনীর সামনে আনা হয় রবিকে। ওয়ার্ডবয় রবি প্রামাণিককে নিগৃহীতা রোগিনী সনাক্তকরণের পরই তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিস। ধৃতের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে শিয়ালদহ আদালতে তোলা হবে।