Last Updated: Thursday, May 10, 2012, 19:44
আইপিএলে পর পর হারে বিধ্বস্ত পুণে ওয়ারিয়রস দল থেকে বাদ পড়তে পারেন সৌরভ গাঙ্গুলি। শেষ ম্যাচে হারের পর লিগে শেষ চারে যাওয়ার আশা শেষ পুণের। এর পর সৌরভকে দলে রাখা নিয়ে পুণে দলের ম্যানেজমেন্ট কঠিন সিদ্ধান্ত নিতে পারে বলেই মনে করা হচ্ছে।