Last Updated: Friday, September 6, 2013, 10:06
এক টাকার কয়েন ফেললেই পাইপ দিয়ে বেরিয়ে আসবে ১০ লিটার জল। তাও এক্কেবারে বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, এরকমই কুড়িটি জলের ভেন্ডিং মেশিন বসেছে কর্নাটকের প্রত্যন্ত গ্রাম কণকপুরায়। এতদিন ভরসা ছিল নলকূপের জল। বিস্বাদ, কষা জলই খেতে বাধ্য ছিলেন কণকপুরার বাসিন্দারা। গতবছরের খরার পর পরিস্থিতি আরও শোচনীয় হয়েছিল। জল নেমে গিয়েছিল মাটির প্রায় ফুট নীচে। ভাবনাচিন্তা শুরু হয় সেখান থেকেই। তারই ফলশ্রুতি এই মেশিন।