Last Updated: Wednesday, July 2, 2014, 23:52
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রোজ নাকাল হচ্ছে কলকাতা। সামান্য বৃষ্টিতেই কেন এই অবস্থা শহরের? মেয়র বলছেন, বালিগঞ্জ পাম্পিং স্টেশনে বিদ্যুত্ বিভ্রাটের জেরেই চলেনি পাম্প। তাই বিপত্তি। অথচ বাস্তব বলছে অন্য কথা। কেন না, দক্ষিণ কলকাতায় মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে নিকাশির কাজ। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিলেন না পুরকর্মীরাও।