weather in kolkata - Latest News on weather in kolkata| Breaking News in Bengali on 24ghanta.com
আজ উষ্ণতম দিন, চলবে দাবদাহ

আজ উষ্ণতম দিন, চলবে দাবদাহ

Last Updated: Saturday, April 21, 2012, 18:29

কাঠফাটা রোদ। সঙ্গে প্রবল ঘাম। তীব্র দাবদাহে নাজেহাল কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গ। শনিবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়েছে। এখনই বৃষ্টিপাত কিংবা কালবৈশাখীর কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।