west bengal govt cir - Latest News on west bengal govt cir| Breaking News in Bengali on 24ghanta.com
এনডিএ`র বন্‌ধেও কাজে যোগ দিতে ফতোয়া সরকারি কর্মীদের

এনডিএ`র বন্‌ধেও কাজে যোগ দিতে ফতোয়া সরকারি কর্মীদের

Last Updated: Wednesday, May 30, 2012, 08:39

৩১ মে ভারত বন্‌ধের দিন সরকারি কর্মচারীদের অফিস হাজিরা নিয়ে ফতোয়া জারি করল সরকার। রাজ্যের মুখ্যসচিব এ বিষয়ে সমস্ত সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে সার্কুলার জারি করেছেন। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই দিন ভারত বনধের ডাক দিয়েছে এনডিএ। রাজ্য সরকারের এমন পদক্ষেপে দ্বিচারিতার অভিযোগ তুলেছে বিভিন্ন ইউনিয়ন।