Last Updated: Sunday, April 8, 2012, 11:08
অটোর ভাড়া বাড়াক সরকার। না হলে, জ্বালানি গ্যাসের ওপর থেকে যুক্তমূল্য কর প্রত্যাহার করা হোক। অটো চালকদের এই দাবি মানতে নারাজ সরকার পক্ষ। রাজ্য সরকারের সঙ্গে পরিবহণ সংগঠনগুলির বৈঠক হলেও সমস্যার জট কাটেনি। এই পরিস্থিতিতে আজ ফের পরিবহণ সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র।