Last Updated: Sunday, April 21, 2013, 10:27
প্রশাসনের শীর্ষস্তর থেকে সবুজ সঙ্কেত না পেলে পুলিস যে কোনও উদ্যোগ নেয়না, সারদাকাণ্ডে তা আরও একবার প্রমাণিত হল। গত মঙ্গলবার সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু ঘটনার চারদিন পর সক্রিয় হল পুলিস। ততক্ষণে ফেরার হয়ে গিয়েছেন সুদীপ্ত সেন। গত ষোলোই এপ্রিল অর্থাত মঙ্গলবার বিধাননগর থানায় অভিযোগ দায়ের হয়েছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে।