win in fed cup - Latest News on win in fed cup| Breaking News in Bengali on 24ghanta.com
ইস্টবেঙ্গলের জয়ে কলকাতায় স্বস্তি

ইস্টবেঙ্গলের জয়ে কলকাতায় স্বস্তি

Last Updated: Sunday, September 23, 2012, 21:34

এবারের ফেডারেশন কাপ থেকে একে একে বিদায় নিয়েছে মোহনবাগান, মহামেডান, প্রয়াগ, কালিঘাট এমএসের মত কলকাতার দলেরা। শিবরাত্রির সলতের মত টিকে থাকা ইস্টবেঙ্গল অবশ্য কোনওক্রমে রক্ষা পেল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ২-১ গোলে জিতল ওএনজিসির বিরুদ্ধে। ম্যাচের ১১ মিনিটে ডিফেন্সের দোষে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল।