world cup2014 - Latest News on world cup2014| Breaking News in Bengali on 24ghanta.com
কনফেডারেশন কাপ কুইজ জোন

কনফেডারেশন কাপ কুইজ জোন

Last Updated: Saturday, June 15, 2013, 18:32

ফুটবল বিশ্বকাপ ২০১৪-র আয়োজক দেশ ব্রাজিল। ব্রাজিল নাম শুনলেই কোমড় কাঁধ কেমন যেন নেচে ওঠে। সাম্বার নৃত্যে বিশ্ববাসী নাচবে। এই দেশেই তারই মহড়া হতে চলেছে কনফেডারেশন কাপ দিয়ে। পনেরো জুন থেকে ৩০জুন পর্যন্ত এই খেলা চলবে। এই টুর্নামেন্ট চলাকালীন আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হবে। উত্তর জানা থাকলে চটজলদি পোস্ট করে দিন আমাদের ওয়েবসাইটে।