Last Updated: Saturday, February 25, 2012, 20:54
সারা বছর অস্বস্তিকর গরম। আর আর্দ্রতা বেশি থাকায় মায়ানমারের পিছু ছাড়ে না ঘামও। কিন্তু, রেঙ্গুনবাসী আপাতত স্বস্তিতে। গরম বেশি লাগলেই ভিড় জমাচ্ছেন বরফের রাজত্বে। চিনের শিল্পীদের ছোঁয়ায় রেঙ্গুনে গড়ে তোলা উঠেছে তুষারের ছোট ছেট প্রাসাদ।