Last Updated: Friday, April 18, 2014, 13:41
টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যুবরাজের শোচনীয় ইনিংস আর বৃহস্পতিবার রাত্রে সারজার মরুঝড়ের ইনিংস দুটোই ক্রিকেটের দিক। হতে পারে সেটা বিশ্বকাপের ময়দান। আর এটা আইপিএল লিগের ফুরফুরে প্রথম ম্যাচ। কিন্তু এক বলের ক্রিকেট জীবনে মাঠের টেনশন এক থাকে। সচিন, সৌরভ, দ্রাবিড় এমনকি বিরাট কোহলিরও তাঁর পাশে থেকে এমন কথা বলতে চেয়েছেন। আপনি কি ভাবছেন যুবরাজের এই দুইরকম ইনিংস নিয়ে।